আজ- রাত ৪:৩২, বর্ষাকাল | সোমবার | ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৫ হিজরি |
Home » Blog » উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

০ comment views
Social Share

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। ইতোমধ্যে অনেক জায়গা থেকে ভোটের বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নোয়াখালী

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালীর সূবর্ণচর উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী (আনারস) ৩৭ হাজার ৬৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম পেয়েছেন ৩৬ হাজার ৯৪৫ ভোট। তিনি গত তিন মেয়াদে সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সর্বমোট ৬১টি কেন্দ্রের ফলাফলে সাবাব চৌধুরী ৭০৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বুধবার (৮ মে) রাত ১০টার দিকে নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সূবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক সিরাজুল মোস্তফা তালকুদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আক্তার আঁখি নির্বাচিত হন। তবে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শওকত হোসেন বাদল।

মতলব উত্তরে ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৭০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মানিক (আওয়ামী লীগ)। এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রিয়াজউদ্দিন রিয়াজ নির্বাচিত হন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাভলী চৌধুরী।

ফেনী

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাফর উল্লাহ ভূঞা পেয়েছেন ৭৭৫ ভোট। ফুলগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাত জাহান লিপি এ ফলাফল ঘোষণা করেন।

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ২ জন চেয়ারম্যান ও ৫ জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার ৬টি ইউনিয়নের ৩২টি ভোটকেন্দ্রের ২৪৪ বুথে মোট ১ লাখ ৫ হাজার ৬৭১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২৯১৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের শতকরা হার ২৭.৬১ শতাংশ।

চট্টগ্রাম

চট্টগ্রামের সন্দ্বীপে এস এম আনোয়ার হোসেন, সীতাকুণ্ডে আরিফুল ইসলাম রাজু ও মিরসরাই উপজেলায় এনায়েত হোসেন নয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্থানীয়ভাবে এ তথ্য পাওয়া গেছে।

দিনাজপুর

দিনাজপুরের বিরামপুরে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির ১০ হাজার ৩০২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫২৩ ভোট।

অপরদিকে ঘোড়াঘাট উপজেলায় সাবেক চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী (আওয়ামী লীগ) ২০ হাজার ৩০৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৬৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সারওয়ার হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩৮৪ ভোট।

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের গজরিয়া উপজেলায় মনসুর আহমেদ খান জিন্নাহ নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪৪৫৩৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম পেয়েছেন ২৩৫৬৯ ভোট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গজারিয়া উপজেলায় ভোটার ছিল ১ লাখ ৪৭ হাজার ২৪৬ জন।

বান্দরবান

বান্দরবান সদর ও আলীকদম উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বান্দরবান সদরে বিএনপি ঘরানার আব্দুল কুদ্দুস মোটরসাইকেল প্রতীকে ১৯ হাজার ১৪৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত এ কে এম জাহাঙ্গীর আনারস প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭৬২ ভোট।

ফরিদপুর

ফরিদপুরে তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী (আনারস প্রতীক) নিয়ে জেল থেকেই চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া মধুখালীতে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ মুরাদুজ্জামান (দোয়াত-কলম) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ ফরিদপুর জসিমউদ্দিন হলে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ফরিদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামচুল আলম চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে ৩১৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হাসান মিঠু (টেলিফোন) প্রতীক নিয়ে পেয়েছেন ৩০০০৯ ভোট।

মধুখালীতে চেয়ারম্যান পদে বর্তমান ভাইস মোহাম্মদ মুরাদুজ্জামান (দোয়াত-কলম) প্রতীক নিয়ে ২৯৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আহসানুজ্জামান আজাউল ঘোড়া প্রতীকে ১৮৪৮৫ ভোট পেয়েছেন।

এছাড়া চরভদ্রাসনে চেয়ারম্যান পদে আনোয়ার আলী (আনারস) ১৬০১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সৈয়দ নিজাম উদ্দিন আহমেদ টেলিফোন প্রতীক ১০৪৫৪ ভোট পেয়েছেন।

বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মিনহাদুজ্জামান লিটন বিজয়ী হয়েছেন।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা ফিদা হাসান টিটু এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ওয়াছিয়া আকতার লুনা নির্বাচিত হয়েছেন।

মেহেরপুর

মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ১৭ হাজার ৬৩ ভোট পেয়ে আমাম হোসেন মিলু বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া টিউবওয়েল প্রতীক নিয়ে ২০ হাজার ৬৫২ ভোট পেয়ে বিএম জাহিদ হাসান রাজিব ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং কলস প্রতীক নিয়ে ২০ হাজার ৫৮ভোট পেয়ে মোছা. তকলীমা দ্বিতীয়বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Leave a Comment

ফেইসবুক পেইজ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহবুব হুসাইন; (B.Sc & M.S in Geology & Mining; Master’s in Mass Communication & Journalism From Rajshahi University)

অফিসঃ আশিক টাওয়ার ৩য় তালা, মুড়িপট্টি, সাহেব বাজার, রাজশাহী।
মোবাইলঃ +৮৮ ০১৭৪০-৮৭৬২৮৪
ইমেইলঃ mahabubgmining@gmail.com

তরুণ মাঝি পরিবার

নির্বাহী সম্পাদকঃ- রিজভী আহমেদ
বার্তা সম্পাদকঃ- আব্দুল অলিম রনি

যোগাযোগের ঠিকানা

প্রধান ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ললিতাহার, খড়খড়ী-৬২০৪, চন্দ্রিমা, রাজশাহী।
মোবাইল:- +৮৮ ০১৫১৫-২২৮০০৫
ইমেইলঃ torunmajhitv@gmail.com

উপদেষ্টা মন্ডলী

মোঃ মনিরুজ্জামান স্বাধীন
প্রফেসর ড. মোঃ আব্দুল ওয়াকিল

@ 2023 – All Right Reserved torunmajhi.com | Design & Developed by CBA IT