গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ইতিহাসের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলার পর ইসরায়েলে কাজ করা হাজার হাজার ফিলিস্তিদের বের করে দেয় নেতানিয়াহু সরকার। পরবর্তীতে দেশটিতে তাদের আর কাজের জন্য প্রবেশ করতে দেয়া হয়নি। এ অবস্থায় শ্রমিকদের অভাব পূরণ করতে ১৬ হাজার ভারতীয় শ্রমিকদের নিয়েছে ইসরায়েল। এসব ভারতীয়রা ইসরায়েল ব্যয়বহুল নির্মাণ কাজ পরিচালনা করবে। খবর এনডিটিভি
নিরাপত্তা বেল্ট, হেলমেট এবং কাজের জুতা পরে রাজু নিষাদ ইসরায়েলের মধ্যঞ্চলীয় শহর বের ইয়াকভে নতুন ভবনের নির্মাণের কাজ করছেন। তার সঙ্গে আরও ভারতীয়রা রয়েছে।
৩৫ বছর বয়সী নিষাদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখানে কাজ করতে কোনো ভয় নেই, যদিও একাধিকবার বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠার ওর তাকে নিরাপত্তার জন্য আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছে। তবে সাইরেন শেষ হওয়ার পর আবার কাজে যোগ দিয়েছেন।
ইসরায়েলে অনেক বেশি উপার্জনের সুযোগ রয়েছে। এজন্য নিষাদের মতো অনেক শ্রমিক হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসরায়েলে এসেছেন।
গত কয়েক দশক ধরে অনেক ভারতীয়রা ইসরায়েলে বিভিন্ন পেশায় নিযুক্ত রয়েছেন। বিশেষ করে বয়স্ক ইসরায়েলিদের দেখাশুনা এবং হীরা ব্যবসা ও আইটি পেশাকে যুক্ত রয়েছেন। কিন্তু গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলের ভারতীয়দের কাজের সুযোগ আরও বেড়েছে। বিশেষ করে নির্মাণাধীন সেক্টরে।
দিল্লি ভিত্তিক ভালো কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান সমির খোসলা বলেন, তার প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে কাজের জন্য ৫ লাখ ভারতীয়কে পাঠিয়েছে। এখন নতুন করে ৩ হাজার ৫০০ জনকে ইসরায়েলে পাঠানো হয়েছে। শ্রমিক পাঠানোর ক্ষেত্রে নতুন একটি দিগন্ত উন্মেচিত হয়েছে।