বিজয় দিবস হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। ফাইনালে বাংলাদেশ নৌবাহিনীকে ৫-৪ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতলো বিমান বাহিনী।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে লিড এনে দেন রাকিবুল। মিনিট সাতেকের মাথায় কৃষ্ণ কুমারের রিভার্স হিটে ব্যবধান ২-০ করে বিমানবাহিনী। ১৭ মিনিটে আশরাফুলের গোলে ব্যবধান কমায় নৌবাহিনী। এরপর সামিনের গোলে লিড ৩-১ করে ফেলে বিমানবাহিনী।
তবে নৌবাহিনী এরপরও হাল ছেড়ে দেয়নি। আপ্রাণ চেষ্টা করে কৌশিক ও শিতুলের পরপর দুই গোলে সমতায় ফেরে নৌবাহিনী। তবে ৪৯ ও ৫৭ মিনিটে রাকিবুল হাসানের দুই গোল বিমানবাহিনীকে নিয়ে যায় জয়ের দ্বারপ্রান্তে। ম্যাচের শেষ মিনিটে রাসেল মাহমুদ জিমির গোলে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি নৌবাহিনী।
জাতীয় দলের ৯ খেলোয়াড় নিয়ে নৌবাহিনী দল গড়লেও তাদের কেউ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পারেননি, হয়েছেন বিমানবাহিনীর সোহানুর রহমান।