তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা ও পৌর বি.এন.পি এর নেতৃবৃন্দ। বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আব্দুস সাত্তারের সৌজন্যে প্রায় ৪০০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয় এই কম্বল।
শনিবার বিকেল ৪ টায় আমগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনায় দোয়ার মধ্য দিয়ে শুরু করা হয় অনষ্ঠানটি।
বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আব্দুস সাত্তার বলেন, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির নেতারা অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা চলমান থাকবে বলেও জানান তিনি।
ঝালুকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইনতাজ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বি.এন.পি সাবেক সভাপতি আশরাফুল কবির (বুলু)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশে গরিব মানুষের পাশে দাড়াতে আমাদের আজকের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। আমাদের নেত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন। খাদেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়াও চাওয়া হয়।
দুর্গাপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাতেম আলী সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বি.এন.পি আহবায়ক কামরুজ্জামান আয়নাল, দুর্গাপুর উপজেলা বি.এন.পির সাবেক সভাপতি এস.এম. আকবর আলী (বাবলু), সাবেক সিনিয়র সহ-সভাপতি আজাদ রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ হোসেন আলী শাহ, দুর্গাপুর পৌর বি.এন.পির সাবেক সভাপতি আজিজ মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।