অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলি আগ্রাসনের ৪৫৬তম দিন পার হয়েছে শনিবার। সকাল থেকেই গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত গাজায় ৪৫ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর দিয়েছে আলজাজিরা। আগের দিন শুক্রবার ইসরাইলি হামলায় অন্তত ৭৩ জন এবং বৃহস্পতিবার ৭৭ জন নিহত হয়েছেন।
এ নিয়ে তিন দিনে ইসরাইলি হামলায় গাজায় প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে জানানো হয়, ১৫ মাসের ইসরাইলি আগ্রাসনে গাজায় শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৭১৭ জন।
অন্যদিকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ আট হাজার ৮৫৬ জন
এদিকে গাজায় দুটি হাসপাতালের কর্মী ও রোগীদের হাসপাতাল ছেড়ে যাওয়ার আদেশ দিয়েছে ইসরাইলি বাহিনী।
শুক্রবার ভিন্ন ভিন্ন আদেশে উত্তর গাজার বাইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতাল ও জাবালিয়ার আল-আওদা হাসপাতালের কর্তৃপক্ষকে ওই নির্দেশ পাঠায় ইসরাইলি কর্তৃপক্ষ। এরই মধ্যে ইসরাইলি সেনারা ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘেরাও করেছে। তবে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে এই তথ্য অস্বীকার করা হয়েছে।
শুক্রবার রাতে ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনারা হাসপাতালে কোনো হামলা করেনি। এছাড়া হাসপাতাল খালি করারও কোনো নির্দেশ দেয়নি।
আগ্রাসন শুরুর পর থেকেই গাজার স্বাস্থ্য ব্যবস্থা লক্ষ করে অব্যাহত হামলা চালাচ্ছে ইসরাইল। গত ২৭ ডিসেম্বর উত্তর গাজায় একমাত্র চালু থাকা কামাল আদওয়ান হাসপাতাল আগুন লাগিয়ে ধ্বংস করে দেয় ইসরাইলি সেনারা।
ইসরাইলি আগ্রাসনের মধ্যেই পাল্টা হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো।