ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহিন জোয়াদ্দারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে জরুরি অপারেশন করা হয়েছে আহত চিকিৎসককে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. শাহিন হাসপাতালের ট্রমা সেন্টারে রাউন্ড দেয়ার সময় সিড়িতে মোত্তাকিম নামের এক ছাত্রের সাথে ধাক্কা লাগে। এ নিয়ে দুইজনের মধ্যে তর্কাতর্কি হয়।
এরপরে ডা. শাহিন ট্রমা সেন্টার থেকে হাসপাতাল বিল্ডিং এ রাউন্ডে যান। রাউন্ড শেষে নিচে নামার পরে ওই মোত্তাকিমসহ হেলমেট পরিহিত ৭ থেকে ৮ জন ডা. শাহিনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ডা. শাহিনের মুখে ও মাথায় গুরতর আঘাত লাগে।
খবর পেয়ে অন্যান্য চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর ডা. শাহিনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে অপারেশন করা হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অপারেশন শেষে ডা. শাহিনকে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কোতয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে আটক ৩ জনের নাম পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
খোজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত মোত্তাকিম স্থানীয় একটি নার্সিং কলেজের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীর ছবি ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার ছবি দেখা গেছে।