
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম

রাজশাহীর মোহনপুরে তারুণ্যের উৎসবমুখর পরিবেশে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ হয়ে ওঠে মুখরিত।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জোবায়দা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. তারিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, আব্দুর কাদের মোল্লা, জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা।
ফাইনালে মুখোমুখি হয় ধুরইল ইউনিয়ন একাদশ ও জাহানাবাদ ইউনিয়ন একাদশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্যভাবে ড্র হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে ৫-৪ গোলে ধুরইল ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে জাহানাবাদ ইউনিয়ন। রানার্সআপ হয় ধুরইল ইউনিয়ন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ইউএনও জোবায়দা সুলতানা বলেন, “খেলাধুলা চলমান থাকলে মাদক ও অপরাধ থেকে দূরে থাকা যায়। এ ধরনের টুর্নামেন্ট তরুণ প্রজন্মের মেধা ও শক্তিকে ইতিবাচক পথে প্রবাহিত করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজনে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাহানাবাদ ইউনিয়নের মিডফিল্ডার রাকিব হোসেন এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন ধুরইলের ফরোয়ার্ড সোহাগ আলী। চ্যাম্পিয়ন দলকে নগদ ৩০ হাজার ও রানার্সআপ দলকে ২০ হাজার টাকাসহ ট্রফি, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
উপজেলার ছয়টি ইউনিয়নের অংশগ্রহণে গত দুই সপ্তাহ ধরে চলা এই টুর্নামেন্টে তরুণদের উচ্ছ্বাস ও দর্শকদের মুগ্ধ করেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এমন বড় মাপের ক্রীড়া উৎসব মোহনপুরে ফিরে এসেছে, যা এলাকার যুবসমাজের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।


