
মেসবাহউল আলম দিনার; স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে দেশের অন্যতম শীর্ষ জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান বেসিক জাপানিজ ল্যাংগুয়েজ স্কুলের নতুন শাখা। বুধবার (৭ জানুয়ারী) নগরীর কাদিরগঞ্জে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই শাখার পথচলা শুরু হয়।

অনুষ্ঠানে রাজশাহী শাখার পার্টনার মোঃ শহিদুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, “রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের জাপানি ভাষা শিক্ষা ও জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাই এই শাখা চালুর মূল উদ্দেশ্য।”
বেসিক জাপানিজ ল্যাংগুয়েজ স্কুল-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মারুফ খান তাঁর বক্তব্যে বলেন: “আমরা রাজশাহীর শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আধুনিক কারিকুলাম, অভিজ্ঞ জাপান-প্রশিক্ষিত শিক্ষক এবং পূর্ণাঙ্গ স্টুডেন্ট সাপোর্ট সিস্টেম নিয়ে কাজ করবো।”
অনুষ্ঠানের প্রধান অতিথি BJLS-এর চেয়ারম্যান মোঃ মফিজ উদ্দিন খান বলেন, “দেশের প্রতিটি জেলা থেকে শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য। রাজশাহী শাখা এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মো: ইব্রাহিম হোসেন, যুব উন্নয়ন রাজশাহী রাজাবাড়ি শাখার রোজিনা আক্তার, ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান খান, সাংবাদিক মেসবাহউল আলম দিনার। এছাড়াও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নতুন শিক্ষার্থীদের জন্য ভর্তির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।


