
আব্দুল্লাহ আল শামস, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার দুর্গাপুর থানার ঝালুকা ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)। এ সময় তিনি স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে ওসি ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দুর্গাপুর থানা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সদা তৎপর রয়েছি।”
এ সময় স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা জানান, পুলিশের এমন সরেজমিন তৎপরতায় ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে।
থানা সূত্রে জানা যায়, নির্বাচনকে ঘিরে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এ ধরনের আগাম প্রস্তুতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


