
মৌসুমী দাস, চারঘাট রাজশাহীঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর-৬ (চারঘাট-বাঘা) আসনে জমে উঠেছে ভোটের মাঠ। (২১ জানুয়ারি) তে প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়ে গেছে নির্বাচনী উৎসব ও ব্যস্ততা। প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হচ্ছে প্রচার, যা চলছে মধ্য রাত পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে। এমপি প্রার্থীদের প্রচারনায় মুখোরিত হয়ে উঠেছে চারঘাট-বাঘা।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতয় রয়েছেন। তারা হলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবু সাইদ চাঁদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সেক্রেটারী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির ইকবাল হোসেন (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আব্দুস সালাম সুরুজ (হাতপাখা)।
চারঘাট-বাঘা এলাকার বিভিন্ন স্থানে দেখা গেছে, পোস্টার টাঙিয়েছেন। মাইকে প্রচারের শব্দে মুখর পরিবেশ। বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক দলবদ্ধভাবে মাঠে নেমে জোরালো গণসংযোগ চালাচ্ছেন।
পাশাপাশি জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও নিজ নিজ সমর্থকদের নিয়ে প্রচারণা অব্যাহত রেখেছেন।
ভোটারদের সাথে কথা বলে জানা যায়, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নই তাদের প্রধান প্রত্যাশা। তরুণ ভোটাররা বিশেষভাবে শিক্ষা আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব দিচ্ছেন।
প্রশাসন সূত্র জানায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কয়েকটি ভোটকেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষণা মতাবেক আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিএনপির আবু সাইদ চাঁদ ও জামায়াতের নাজমুল হকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে। তবে শেষ পর্যন্ত বিজয় কার হাতে যাবে, তার উত্তর মিলবে ভোটের দিনই।
উল্লেখ্য, রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৯৫৩ জন। এর মধ্যে চারঘাট উপজেলায় ১ লাখ ৮৭ হাজার ১৬৩ জন এবং বাঘা উপজেলায় ১ লাখ ৬৯ হাজার ৭৯০ জন ভোটার রয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


