আজ- সন্ধ্যা ৭:৫৪, বর্ষাকাল | রবিবার | ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৬ হিজরি |
আজ- রবিবার, সন্ধ্যা ৭:৫৪ | ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
Banner
Home » Blog » গাজার কৃষিজমিগুলো ইসরায়েলি হামলায় পুরোপুরি ধ্বংস

গাজার কৃষিজমিগুলো ইসরায়েলি হামলায় পুরোপুরি ধ্বংস

০ comment views
Social Share

গ্রীষ্মে গাজার ক্ষেতগুলোর ফসল পাকতে শুরু করে। এ সময় কৃষকরা খুব ব্যস্ত সময় পার করেন। তবে গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ হবার পর থেকে উপত্যকাটির প্রায় সকল আবাদি জমি ধ্বংস করে ফেলেছে সামরিক বাহিনী (আইডিএফ)। এতে করে গাজা উপত্যকার কৃষি জমিগুলোর খাদ্যশস্য উৎপাদন করার ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

মঙ্গলবার (৩ জুলাই) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর তাণ্ডবে গাজাবাসী দীর্ঘমেয়াদি খাদ্য সংকটের ঝুঁকিতে পড়েছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে গাজার জনসংখ্যার অন্তত ৯৬ শতাংশ অনিরাপদ খাদ্য গ্রহণ করছে। এ ছাড়া প্রতি পাঁচ জন ফিলিস্তিনির মধ্যে কমপক্ষে একজন অনাহারে দিন কাটাচ্ছেন। এই হিসাব মতে গাজার প্রায় পাঁচ লাখ মানুষ অনাহারে ভুগছে।

গাজা ভূখণ্ডের মোট জনসংখ্যার ৪ লাখ ৯৫ হাজার মানুষ অনাহারে সময় পার করছেন। এ বিষয়ে বিভিন্ন স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। স্যাটেলাইট চিত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, গাজার কৃষিজমির অর্ধেকেরও বেশি গত নয় মাসে ইসরাইলের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গণমাধ্যমটির হিসাব মতে উপত্যকা ৬০ শতাংশের বেশি আবাদি জমি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Comment

ফেইসবুক পেইজ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহবুব হুসাইন; (B.Sc & M.S in Geology & Mining; Master’s in Mass Communication & Journalism From Rajshahi University)

অফিসঃ আশিক টাওয়ার ৩য় তালা, মুড়িপট্টি, সাহেব বাজার, রাজশাহী।
মোবাইলঃ +৮৮ ০১৭৪০-৮৭৬২৮৪
ইমেইলঃ mahabubgmining@gmail.com

তরুণ মাঝি পরিবার

নির্বাহী সম্পাদকঃ- রিজভী আহমেদ
বার্তা সম্পাদকঃ- আব্দুল অলিম রনি

যোগাযোগের ঠিকানা

প্রধান ও বাণিজ্যিক কার্যালয়ঃ

ললিতাহার, খড়খড়ী-৬২০৪, চন্দ্রিমা, রাজশাহী।
মোবাইল:- +৮৮ ০১৫১৫-২২৮০০৫
ইমেইলঃ torunmajhitv@gmail.com

উপদেষ্টা মন্ডলী

মোঃ মনিরুজ্জামান স্বাধীন
প্রফেসর ড. মোঃ আব্দুল ওয়াকিল

@ 2023 – All Right Reserved torunmajhi.com | Design & Developed by CBA IT