
পুলিশ ও প্রশাসন কোনো কাজ করছে না। তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাইছে— এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বুধবার (১২ মার্চ) বিকেলে সদর উপজেলার চৌরী পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে এক ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পুলিশ ও প্রশাসনের মাথায় এখনও আওয়ামী লীগ রয়ে গেছে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে। জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করলেই দেশ মুক্ত হবে। এ সময় দ্রুত নির্বাচন আয়োজনের দাবিও জানান তিনি।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আইনের মাধ্যমে ৯০ দিনের ভেতর ধর্ষকদের বিচার করতে হবে। এটি আমলে নিয়েই আইন প্রণয়ন করতে হবে। যাতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।