
পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদী। এতে প্রাণ গেছে অন্তত ৬ সামরিক সদস্যের। এছাড়া ট্রেনে থাকা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাসহ যাত্রীদের একটি বড় অংশকে জিম্মি করেছে তারা ।মঙ্গলবার (১১ মার্চ) চালানো আচমকা এ হামলার শিকার হয় পাকিস্তানের কোয়েটা থেকে পেশওয়ারগামী একটি যাত্রীবাহী ট্রেন।

হামলায় গুরুতর আহত হয়েছে ট্রেনচালকসহ বহু যাত্রী। এ হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি।
জানা গেছে, ট্রেনে থাকা শতাধিক যাত্রীকে জিম্মি করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার বিরুদ্ধে কোনোরকম সামরিক পদক্ষেপ নেয়া হলে সকল জিম্মিকে হত্যার হুঁশিয়ারিও দিয়েছে তারা।