আওয়ামী শাসনামলে বিগত ১৫ বছর ধরে হামলা, মারধর, চাঁদাবাজিতে জড়িত ছাত্রলীগ কর্মীদের শাস্তির দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতারা।
রোববার (১০ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এতে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।
অবস্থান কর্মসূচি শেষে প্রতিবাদ মিছিল শহীদ মিনার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন অতিক্রম করে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়।
সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, বিগত ১৫ বছর ধরে দেশের শিক্ষাঙ্গন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ও স্বৈরাচারী শাসনের দ্বারা কলুষিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর হামলা ও নির্যাতন চালিয়ে শিক্ষা পরিবেশ ধ্বংস করা হয়েছে। এই প্রেক্ষাপটে আমরা সব অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।
জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান বলেন, পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবারো মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। দেশি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা ছাত্র-জনতাকে নিয়ে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত আছি। আমরা শহীদের রক্তের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। যেকোনো মূল্যেই স্বৈরাচারী গণহত্যাকারীদের প্রতিহত করব। এ দেশে আর যেন কখনো এই স্বৈরাচারী শক্তির উত্থান না হতে পারে আমরা সজাগ আছি। সময়ের ডাকে ছাত্রদল সব সময়ই সাড়া দেবে।