
রাজধানীর উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চ থেকে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ নিয়ে শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এ শোভাযাত্রায় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অংশ নেয় নানা শ্রেণির মানুষ।

শোভাযাত্রায় অংশ নিয়ে স্নিগ্ধ বলেন, স্বৈরাচারের পরিণতি কেমন হয়, তা শোভাযাত্রার মাধ্যমে আবারও প্রামান হয়েছে। এসময় স্বৈরাচারের প্রতিকৃতি নিয়ে বিভিন্ন রকম স্লোগানের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার কথা জানান তিনি।
স্বৈরাচারের প্রতিকৃতি নিয়ে শহীদ মীর মুগ্ধ মঞ্চ থেকে যাত্রা শুরু করে আজমপুর হাউজ বিল্ডিং, জমজম টাওয়ার হয়ে আবার শহীদ মীর মুগ্ধ মঞ্চে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, নববর্ষ উপলক্ষ্যে এবারের আনন্দ শোভাযাত্রার মূল মোটিভ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এটি তৈরি হচ্ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলাতে। তবে শেষ মুহূর্তে এসে তা পুড়িয়ে দেয় দুর্বৃত্ত। এরপর সেই মোটিফ আবারও তৈরি করেন শিল্পীরা।