
জুলাই আন্দোলন ব্যক্তির পরিবর্তনের জন্য নয় বরং রাষ্ট্রের পরিবর্তনের জন্য হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার দেখতে চাই। সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে আয়োজিত এনসিপির পয়লা বৈশাখের অনুষ্ঠানে একথা জানান তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এজন্য ইতোমধ্যে সরকারের কাছে বিচার ও সংস্কার কার্যক্রমের একটি রোডম্যাপ চাওয়া হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি বিচার, কাঠামোগত সংস্কার ও গণপরিষদ নির্বাচনের বিষয়গুলোকে রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছে। আমরা সরকারের কাছে বিচার ও সংস্কার কার্যক্রমের একটি রোডম্যাপ চেয়েছি, যাতে এগুলোর মাধ্যমে গণপরিষদ ও আইনসভায় অগ্রসর হওয়া যায়।
নাহিদ ইসলাম বলেন, প্রথমবারের মতো এবার আমরা হাসিনামুক্ত, ফ্যাসিস্টমুক্ত বৈশাখ উদ্যাপন করতে পারছি। সামনের দিনগুলোয় নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারবো বলে আশা করি।
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো সেভাবে ধারণ করছে না উল্লেখ করে তিনি বলেন, আমরা তখনই বলেছিলাম, এটি কেবল কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, বরং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। গণঅভ্যুত্থান শুধু দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি রাষ্ট্রের আমূল কাঠামোগত পরিবর্তন, মানুষের ন্যায়বিচারের অধিকার ও একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন।
এদিন অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলের সদস্যসচিব আখতার হোসেনসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।