
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সরকার বলেন, আমন ধান সংগ্রহের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে। মাঠ পর্যায়ের ধানের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ে লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে আমন ধান সংগ্রহের কোন বিকল্প নেই।

বৃহস্পতিবার (১০ডিসেম্বর) দুপুরে রাজশাহীতে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 
খাদ্য সচিব আরো বলেন, আগামী ২২ ডিসেম্বরের মধ্যে আমন ধান সংগ্রহ এবং ৩১ ডিসেম্বরের মধ্যে চাল সংগ্রহ অভিযান শেষ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে কোনো গাফিলতি বরদাশত করা হবে না বলেও তিনি কঠোর বার্তা দেন। এ সময় তিনি আমন ধান সংগ্রহ অভিযান সফলভাবে সমাপ্ত করার জন্য তিনি নির্দিষ্ট সময়সীমার প্রতি গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ ন ম বজলুর রশীদ রাজশাহী, আরএমপি কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আকতার প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজশাহী জেলা সফরের মূল লক্ষ্য ছিল চলমান আমন সংগ্রহ কার্যক্রম পরিদর্শন ও পর্যালোচনা করা। তাঁর সঙ্গে ছিলেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং সংগ্রহ বিভাগের অতিরিক্ত পরিচালক। সফরের শুরুতে খাদ্য সচিব রাজশাহীর নওহাটা এলএসডি (স্থানীয় সরবরাহ ডিপো) পরিদর্শন করেন। তিনি এলএসডি-এর সার্বিক কার্যক্রম, বিশেষ করে ধান ও চাল মজুতের অবস্থা এবং সংগ্রহ প্রক্রিয়ার মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে তিনি সার্কিট হাউস, রাজশাহীতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দেন। এই সভায় রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভার প্রধান আলোচ্য বিষয় ছিল বর্তমান আমন সংগ্রহ অভিযান। খাদ্য সচিবের এই সফর ও নির্দেশনার ফলে রাজশাহী ও রংপুর বিভাগে আমন সংগ্রহ কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।


