রাজশাহীর তানোরে ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সংঘর্ষের এ ঘটনায় বুধবার চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। তার নাম গামিউল ইসলাম। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার বিকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃঞ্চপুর মোড়ে এ ঘটনা ঘটে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আহতরা হলেন-সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি মমিনুল হক মমিন, তার ভাই মো. গামিউল ইসলাম, অপর গ্রুপের ইউপি বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তজা ও লুৎফর রহমান। এদের মধ্যে মো. গামিউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
স্থানীয়রা জানান, ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব) মো. শরিফ উদ্দিন। বিকালে তিনি কৃঞ্চপুর মোড়ে পৌঁছালে দুইপক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন দলটির নেতাকর্মীরা। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।এতে উভয় গ্রুপের নেতাকর্মী আহত হন।সাবেক ইউপি চেয়ারম্যান মমিনুল হকের গ্রুপের সাবেক ছাত্রদল সভাপতি মালেক মন্ডল বলেন, মজিবুর প্রভাব খাটিয়ে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা একাই সবকিছু নিয়ে আসছেন। কিন্তু মমিনকে কোনো পাত্তা দেন না তিনি। মমিন গ্রুপের লোকজন কৃঞ্চপুর আদর্শ মহিলা কলেজের ইফতারে প্রধান অতিথিকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য মোড়ে অবস্থান করছিলেন। এ সময় মজিবুর রহমানসহ তার নেতাকর্মীরা হামলা চালায়।