![](https://torunmajhi.com/wp-content/uploads/2024/10/Ad-Banner-2-1024x127.jpeg)
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর ৬টি আসনের মধ্যে ৫টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা করেছে। গতকাল রোববার রাতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে মজলিশে শুরার অধিবেশনে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে। জামায়াতের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম রাজশাহীর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।
![](https://torunmajhi.com/wp-content/uploads/2024/10/Ad-Banner-3-1024x127.jpeg)
উল্লেখ্য রাজশাহীতে ৯টি উপজেলা, সিটি করপোরেশনসহ মোট ৬টি সংসদীয় আসন। রাজশাহীর ৯ উপজেলা নিয়ে গঠিত ৫টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও সদর আসনে প্রার্থী এখনো দেয়নি সংগঠনটি।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম বলেন, রাজশাহী ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাদ রাখা হয়েছে রাজশাহী সদর আসন। রাজশাহী সদরের আসনের প্রার্থীও ঘোষণা করা হবে শিগগিরই।
রাজশাহীর পাঁচটি আসনের জামায়াতের প্রার্থীরা হলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের শুরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের রোকন ডাঃ আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।