ঢাকার সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ হন আহত হয়েছেন। তাদের মধ্যে মাহিম আহমেদ সনূ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- আইডিয়াল কলেজের মাহিম আহমেদ সনু (২১), আলামিন (২০),রিয়ন (১৮), ইফরান (১৮) ও নাজমুল (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলেন। এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা নিক্ষেপ করে এবং সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয় আতঙ্ক। তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল।
ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আইডিয়াল কলেজের ৫ শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে আইডিয়াল কলেজ শিক্ষার্থীর মাহিম আহমেদ সনূর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।