রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের বাণিজ্য ও অবাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) উভয় শাখায় মানবণ্টনে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছর বাণিজ্য শাখায় থাকছে ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা অথবা উৎপান ও বিপণনের উপর ১৫ নম্বরের প্রশ্ন; যা গতবছর ছিল না। এছাড়া নম্বরের হেরফের করা হয়েছে কয়েকটি জায়গায়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
‘বি’ ইউনিট মূলত বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য হলেও অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) বিভাগের শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন বিষয়সমূহের ওপর ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে।
এ বছর বাণিজ্য গ্রুপে বাংলায় ১০ মার্কের উপর পরীক্ষা নেওয়া হবে; যা গতবছরে ছিল ১৫, ইংরেজিতে গতবছরের ন্যায় ২৫ মার্কের উপর পরীক্ষা নেওয়া হবে। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার উপর ২৫, যা গত বছরে ছিল ৩০ এবং হিসাববিজ্ঞানের উপর ২৫ মার্কের উপর পরীক্ষা নেওয়া হবে; যা গত বছরে ছিল ৩০।
অ-বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলায় ১০; যা গত বছরে ছিল ১৫, (খ) ইংরেজি- ২৫ (গ) সাধারণ জ্ঞান (সাধারণ গণিত, অ্যাপটিচুড টেস্ট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ৫০ নম্বর; যা গত বছরে ছিল ৪৫ এবং আইসিটি- ১৫।