সম্প্রতি ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করে গেছেন পাকিস্তানের প্রখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম। উপমহাদেশের জনপ্রিয় এই গায়কের গান সরাসরি উপভোগ করতে শুক্রবার (২৯ নভেম্বর) ভক্ত-শ্রোতাদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছিল।
আয়োজকদের ভাষ্যমতে, ১ ঘণ্টা ২০ মিনিট পারফরম্যান্স করবেন আতিফ, এমনটাই কথা হয়েছিল। কিন্তু ঢাকার দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে টানা ৩ ঘণ্টা পারফর্ম করেছেন শিল্পী।
আতিফ যখন মঞ্চে ওঠেন, তখন ঘড়িতে ঠিক রাত ৯টা। এরপর টানা তিন ঘণ্টা দর্শকের সামনে গাইলেন, নাচলেন তিনি।
শুক্রবার রাতে স্টেজে ওঠার আগে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ছিলেন আতিফ আসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাংলাদেশে পা রেখেছিলেন।
এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন এই গায়ক। সড়কের পাশেই মাস্ক পরিহিত অবস্থায় তার নামাজ আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ধারণা করা হচ্ছে, নিকুঞ্জ এলাকার কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি।
ভাইরাল ছবিতে দেখা যায়, মসজিদ কানায় কানায় পরিপূর্ণ থাকায় রাস্তায় জায়নামাজ বিছিয়ে জুমার নামাজ আদায় করেন আতিফ আসলাম।
অনেকেই পাকিস্তানি এই গায়কের এমন সাদামাটা আচরণের কারণে প্রশংসা করছেন।