পুলিশ আর আদালত যখন ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকোপ কমবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজারবাগে আইন ও বিচার নিয়ে এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জিং সময় পার করছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বর্তমানে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। বিচারকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, হুটহাট যাকে-তাকে যেন জামিন দেয়া না হয়। কেননা জামিনের পর ভয়াবহ অপরাধীরা বেরিয়ে আবারও অপরাধ করতে পারে।
কর্মশালায় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টাও আইনজীবীদের উদ্দেশ্যে একই আহ্বান জানান। উপদেষ্টার অভিযোগ, পতিত সরকারের দোসররা পাচার করা অর্থ খরচ করে এখন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তাই অপারেশন ডেভিল হান্ট চলবে। এ অভিযান সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।