![](https://torunmajhi.com/wp-content/uploads/2024/10/Ad-Banner-2-1024x127.jpeg)
বরিশালে দর্শকদের চেয়ার ছোঁড়া ও হুড়োহুড়িতে পণ্ড হয়ে গেছে বিপিএলের শিরোপা জয়ের উৎসব। টানা দ্বিতীয় বারের মতো শিরোপা জয় উপলক্ষে রোববার নগরীর বেলস পার্ক মাঠে আয়োজন করা হয়েছিল এই উৎসব। আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা আর অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে এ অনুষ্ঠান পণ্ড হয় বলে অভিযোগ উঠেছে।
![](https://torunmajhi.com/wp-content/uploads/2024/10/Ad-Banner-3-1024x127.jpeg)
ট্রফি প্রদর্শন এবং দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কথা ছিল সেখানে হবে কনসার্ট। তবে লাখো জনতার ভিড় সামলাতে যতটা নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার ছিল তা না থাকার পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় শেষ পর্যন্ত কিছুই হয়নি তার। চেয়ার ছোঁড়া ও হুড়োহুড়িতে আহত হন সংবাদকর্মীসহ অন্তত ৫০ জন। বিক্ষুব্ধ জনতার জুতা-চেয়ার নিক্ষেপ আর ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্যদিয়ে পণ্ড হয়ে যায় অনুষ্ঠানটি।
![](https://samakal.com/media/imgAll/2025February/uploads/%E0%A7%AF_1739108345.jpg)
গত শুক্রবার রাতে ঢাকায় চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জেতে টিম ফরচুন বরিশাল। আজ দুপুরে আকাশপথে দলের সদস্যদের নিয়ে বিমানবন্দরে এসে পৌছায় চলতি বছরের শিরোপা ট্রফি।
![](https://samakal.com/media/imgAll/2025February/uploads/%E0%A7%A7%E0%A7%A6_1739108536.jpg)
এদিকে বেলস পার্কে তখন চলছিল জয়োৎসবের প্রস্তুতি। সেখানে হাজার হাজার জনতা ছিল ট্রফিসহ খেলোয়াড়দের দেখার অপেক্ষায়। বিকেল পৌনে ৪টা নাগাদ ট্রফিসহ ফরচুন বরিশাল টিম এবং টিমের মালিক মিজানুর রহমান এসে পৌঁছান মঞ্চে। এ সময় দুর্বল নিরাপত্তা বেষ্টনি ভেঙে মঞ্চের কাছে চলে যায় হাজার হাজার জনতা। পরিস্থিতি বেগতিক দেখে ট্রফি নিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে নিরাপদ অবস্থানে চলে যান দলের খেলোয়াড়সহ কর্মকর্তারা।
দর্শকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফরচুন কর্তৃপক্ষ বড় আয়োজন করলেও তাদের ব্যবস্থাপনা ছিলো জঘন্য। সাউণ্ড সিষ্টেম ছিলো নামমাত্র। দর্শকরা কিছুই শুনতে পাননি। লক্ষাধিক দর্শক নিয়ন্ত্রণে পর্যপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ছিলনা। ক্রিকেটাররা মঞ্চে মাত্র ৩-৪মিনিট অবস্থান করায় দর্শকরা তাদের ঠিকমতো দেখতেও পারেনি। যে কারণে ক্ষুব্ধ দর্শকরা শেষ পর্যায়ে ভাঙচুর করে।