জামালপুরের মেলান্দহে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে সুজন রবি দাস নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত সুজন মেলান্দহ উপজেলার সাদিপাটি গ্রামের বুচারাম রবি দাসের ছেলে।
জানা যায়, সুজন রবি দাস তার টিকটকে ‘গাজওয়াতুল হিন্দ’ সংক্রান্ত একটি পোস্টে মহান আল্লাহ ও রাসূল (সা.) কে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। ওই মন্তব্য করায় স্থানীয়রা তাকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে স্থানীয় একটি মুদির দোকানে আটকে রাখেন। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।