তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালনায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে তিন দিন ব্যাপী তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠানের শেষ দিনে রাজশাহী প্রধান শাখা তেরোখাদিয়ার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২টি সেশনে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ১ম সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির সাবেক চেয়ারম্যান এবং আরবি বিভাগের প্রফেসর ড. নিজামুদ্দিন।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের রাজশাহী প্রকল্প সমূহের পরিচালক ইমাজ উদ্দিন মন্ডল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আতোয়ার রহমান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর মুহাম্মদ হাবীবুল্লাহ আল আমীন; বশিরাবাদ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াহিয়া, রাজশাহী কাশফুল কুরআন ইনসটিটিউটের পরিচালক মাওলানা আইয়ুব আলী শেখ, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা রাজশাহী শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মুঃ মাসউদুর রহমান; রাজশাহী পদ্মা আবাসিক সেকশনের কো-অর্ডিনেটর মাওলানা আব্দুর রহমান; গার্লস ও প্রি-হিফয সেকশনের কো-অর্ডিনেটর মো. জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
২য় সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আকন্দ ।
বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীর আদর্শ ক্যারিয়ার গঠনে ইসলামী শিক্ষায় শিক্ষিত হবার উদ্বাত্ত আহ্বান জানান এবং বিশ্বমানের আলেমে দ্বীন ও হাফেজে কুরআন তৈরীর জন্য তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত ‘তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায়’ কাজ করছে বলেও জানান। আবাসিক অনাবাসিক পর্যায়ে একজন ‘পরিপূর্ণ চরিত্রবান, শিক্ষিত ও আদর্শ মা’ তৈরী করতে মেয়েদেরকেও তানযীমুল উম্মাহ মাদরাসার গার্লস সেকশনে ভর্তির পরামর্শও দেয়া হয়।
এদিকে গত রবি ও সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর শিল্পকলা একাডেমিতে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী শাখার গার্লস ও প্রি-হিফয এবং রাজশাহী পদ্মা আবাসিক সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিলো।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হাফজ মাওলানা আবু ইউসুফ, আ খ ম মোস্তাফিজুর রহমান এবং মাওলানা কাওছার আলী ।