রাজশাহী মহানগরী ২৬ নং ওয়ার্ডের মেহেরচন্ডী এলাকায় একজন মিডিয়া কর্মীর পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। শুক্রবার সকাল ১০টায় রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দীন মন্ডল মিডিয়া কর্মীর মায়ের হাতে নগদ বিশ হাজার টাকা (২০০০০/-) তুলে দেন।
মিডিয়া কর্মীর পিতা মরহুম আশরাফ আলী একজন ক্যান্সার রোগী ছিলেন। গত ২৩ অক্টোবর ভোর ৫টায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের বয়স হয়েছিলো ৪৭ বছর। এলাকার বহু মানুষের কবর খনন করার কারণে তার ব্যাপক সুনাম রয়েছে।
ঐ মিডিয়া কর্মীর পারিবারিক খোঁজ খবর নিতে তার বাসায় গিয়েছিলেন সেক্রেটারী ইমাজ উদ্দীন মন্ডল। পরে তিনি মরহুম আশরাফ আলীর স্ত্রীর হাতে বিশ হাজার টাকা তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সেক্রেটারী আফজাল হোসেন, প্রচার বিভাগের অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন, ২৬ নং ওয়ার্ডের জামায়াতের সাবেক কমিশনার প্রার্থী রবিউল ইসলাম প্রমুখ।