রাজশাহীতে নিজের ভাগ্যের পরিবর্তন নয় বরং সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন চাই বলে মন্তব্য করেন এস.বি. ফাউন্ডেশন ইউএসএ-এর চেয়ারম্যান শাহাব উদ্দীন বাচ্চু। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে এস.বি. ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে রাজশাহী জেলা এবং মহানগরের একটি সংবর্ধনা ও মিলন মেলার অনুষ্ঠানে এমন মন্তব্য করেন।
এ সময় প্রধান অতিথি এসিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্সের (ইউএসএ) প্রেসিডেন্ট শাহাব উদ্দীন বাচ্চু জানান, টেকসই জনগণের গনতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ । সবার অংশ গ্রহণে একটি সার্বজনীন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব নিমূল করতে হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ ডেমোকক্রেটিক এলায়েন্সের প্রতিষ্ঠাতা সভাপতি আরও জানান, প্রতিহিংসার রাজনীতির চির অবসান করা, জনগণের শক্তিতে সিদ্ধান্ত গ্রহণ, সর্বজনীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, দুর্নীতি সমূলে উপরে ফেলা, সকল ধর্মের প্রতি সহনশীল হয়ে একটি ইসলামী নৈতিক সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞা।
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিধি ছিলেন এস.বি. ফাউন্ডেশনের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক খন্দকার বদিউজ্জামান বদি, রাজশাহী মহনগর সভাপতি এবি সিদ্দিক পল্টু । এছাড়াও প্রত্যক থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রাজশাহী জেলা এবং মহানগরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন এস.বি. ফাউন্ডেশনের গোদাগাড়ির সভাপতি তৌহিদুল ইসলাম, মোহনপুর সভাপতি ইনতাজউদ্দিন, গোদাগাড়ির মাসুম রেজা।