রাজশাহীতে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিয়োমিত ইসলাম পালন করা মূলত ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন বাংলাদেশ এনডিএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
রবিবার (১৩ আগস্ট) রাজশাহী মেডিক্যাল কলেজ হসপিটাল অডিটরিয়ামে সকাল ১০ টায় এনডিএফের উদ্যোগে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক চিকিৎসক সম্মেলনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন মন্তব্য করেন। উক্ত অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ইবনে সিনা ফার্মাসিটিক্যাল পিএলসি ।
প্রধান অতিথি অধ্যাপক ডা. নজরুল ইসলাম চিকিৎসকদের উদ্দেশ্যে আরও বলেন, এনডিএফের আপনারা যারা আছেন সকল সদস্যরা ইসলামের জন্য বেশি বেশি করে সময় দেন । বেশি সময় দিতে না পারলে অন্তত সপ্তাহে ১দিন ইসলামের জন্য সময় দেন বলেও জানান তিনি।
এনডিএফ রাজশাহীর সভাপতি অধ্যাপক ডা. কাজী মহিউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির অধ্যাপক ড. কেরামত আলী।
সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী মহানগর জামায়াতের আমির অধ্যাপক ড. কেরামত আলী বলেন, আপনারা আন্তরিকভাবে চিকিৎসা সেবা দেবেন যা দেখে মানুষ বলবে আপনি ইসলামী আর্দশের ডাক্তার কিন্তু এমনটা আপনাদের মাঝে দেখা যায় না । চিকিৎসা সেবার মাধ্যমে মানুষকে আল্লাহর দাওয়াত দেওয়া যেতে পারে এবং আপনারা এটাতে বিশেষ ভুমিকা রাখবেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, মানুষকে ইসলামী দাওয়াতী কাজ তথা আল্লাহ ভিতি আনতে আপনারা বিশেষ ভুমিকা রাখতে পারেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা: শাহ মো: বুলবুল ইসলাম; এনডিএফ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. একেএম জিয়াউল হক, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ড্যাবের রাজশাহী জেলার সভাপতি ডা. ওয়াসিম হোসেন ও সেক্রেটারি ডা. মনোয়ার তারিক সাবু, এনডিএফ কেন্দ্রীয় কমিটির ট্রেজারার ডা. নাজমুল আরেফিন ও এনডিএফ কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর প্রমুখ।
রাজশাহী মেডিকেল প্রিন্সিপাল প্রফেসর ডক্টর খন্দকার মো ফয়সাল আলম বলেন, এনডিএফ সংগঠনটি সব থেকে বেশি সংগঠিত।
ইবনে সিনা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্ট শাহ মুহাম্মদ বুলবুল বলেন, রোগীরা কেন যায় বিদেশে এটার প্রশ্ন নিয়ে এনডিএফ তৈরি হয়েছে। এনডিএফ এবং ইবনে সিনার লক্ষ্য একটায় ঐ সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তিনি আরও বলেন, ইবনে সিনা কম মূলে মানুষের কাছে ঔষধ পোঁছে দেয় । মানুষকে কম মূল্যে মানসম্মত ঔষধ দিতেই এই কোম্পানির জন্ম হয়েছে বলেও জানান তিনি। ইবনে সিনার কারো বাড়ি বেগম পাড়ায় নাই, ইবনে সিনার সবার বাড়ি বাংলাদেশের কবরে। ইবনে সিনা শীতার্ত, বন্যার্ত,ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত, নতুন ডাক্তারদের চেম্বার ম্যানেজ করেদিয়া, গরিব মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ মাধ্যমে বিদেশে পড়তে সহযোগিতা করে।
সঞ্চালনায় ছিলেন রাজশাহী জেলা এনডিএফের সেক্রেটারী এসিস্ট্যান্ট প্রফেসর ডা: মো: মোরশেদ জামান মিয়া এবং অফিস সেক্রেটারী মেডিসিন বিশেষজ্ঞ ডা: মশিউর রহমান।
এছাড়াও অতিথিরা তাদের মোটিভেশনাল বক্তব্য দেন এবং ডাক্তারদের ক্যারিয়ার প্ল্যানিংসহ এনডিএফের সাংগঠিনিক কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশহী বিভাগীয় বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারসহ ইন্টার্ণ চিকিৎসক এবং ইবনে সিনা ফার্মাসিটিক্যাল পিএলসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।