শিক্ষা ও ডিগ্রির মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চালু হচ্ছে। গতকাল শনিবার (১৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার টাঙ্গাইলে আগামী শিক্ষাবর্ষ থেকে লিখিত ভর্তি পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। পাশাপাশি তিনি ২০২৫ সালকে পরীক্ষাবর্ষ হিসেবে ঘোষণা দিয়েছেন। থেমে থাকা পরীক্ষাগুলো দ্রুত নেয়ার ব্যবস্থা করা হয়েছে। ফলে আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে সেশনজট প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণে চলে আসবে।
এতে আরও বলা হয়, সারাদেশে আন্দোলনে নিহতদের পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা করে প্রধান করা হবে। এছাড়া, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে চাকরির ক্ষেত্রে নিহত পরিবারের সদস্যদের অগ্রাধাকার দেয়া হবে।