তার গান কেবলই গান নয়, সেটা দোলনচাপার মতো শুভ্র ফুল। তার গান কেবলই গান নয়, সেটা কাউন্টার অ্যাটাকের ভাষাও। গানে গানে তিনি যেমন প্রেম-বিরহ আঁকেন শ্রোতার মন ক্যানভাসে, তেমনি উস্কে দেন বিদ্রোহ প্রতিবাদের পাটাতনে। যিনি মনে করেন, ক্ষমতার সঙ্গে সখ্য শিল্পীর জন্য ক্ষতিকর। তিনি সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।
আগামী ২২ নভেম্বর (শুক্রবার) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে একক কনসার্টে গাইবেন এই গানওয়ালা। ‘গানে গানে সায়ান’ শীর্ষক আয়োজনটি করছে ‘আজব কারখানা’। দুই ঘণ্টাব্যাপীর এই কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়।
কনসার্টটি প্রসঙ্গে সায়ান বলেন, আজব কারখানার আয়োজনে অনেক দিন পর একটা একক গানের আসরে গান গাইব। অনেক কিছু হলো এর মাঝে। গানের মানুষ হিসেবেই সেই সব তীব্র সময়ের দুঃখ, বেদনা আবার নতুন দিনের আশা-আকাঙ্ক্ষার আবেশ নিয়েই হাজির থাকতে চাই সেই আসরে। আপনাদের সঙ্গ সব সময়ই আমার শক্তি।
গত বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে একক শো করেছেন এই সিঙ্গার-সং রাইটার। এর ভেতর দেশে আর কোনো একক শো করেননি তিনি।