গান নিয়ে শ্রোতাদের মন জয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। কেবল গান নয় মানবিকতার জন্য প্রশংসা পান এই গায়ক। দেশের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। জুলাই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে থেকেছেন। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিয়ে সবর ছিলেন।
ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের দায়িত্বভার গ্রহণ করে অন্তবর্তীকালীন সরকার। দায়িত্ব নেয়ার পর থেকে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়েছে এই সরকার। বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় সমন্বয়কদের। এমন অবস্থায় তৃতীয় পক্ষের কোনো ফাঁদে পা না দিতে ভক্তদের প্রতি আহ্বান জানালেন কুঁড়েঘর ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী তাসরিফ খান।
এই গায়ক বুধবার (১৩ নভেম্বর) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে তাসরিফ লিখেছেন, আপনার হাতে পায়ে বা কোথাও ব্যথা পেলে, অসুখ হইলে কি করেন? হাত পা কেটে ফেলে দেন? নাকি ক্ষত স্থানে ঔষধ দেন, মলম লাগায়, চিকিৎসা করায় সারানোর চেষ্টা করেন?
এরপর আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ ছিলেন উল্লেখ করে তিনি লেখেন, ২৪ এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা সবাই মিলে একটা শরীর এর মতোই। শরীর থাকলে শরীরে সমস্যা হবেই, এটাই স্বাভাবিক। কখনও ঘা হবে, কখনও হাত পা কেটে যাবে, ভাঙবে আবার মচকাবে। শত্রুপক্ষ সবসময়ই চাইবে যেন আমরা সামান্য ঘা হলেই হাত পা কেটে ফেলে নিজেরাই দুর্বল হয়ে যাই। কিন্তু এই সুযোগ তাদের দেয়া যাবে না।
শত্রুপক্ষের ফাঁদে পা দেওয়া যাবে না উল্লেখ করে তাসরিফ বলেন, আমাদের হাত পা যতই কাটুক, ছিলুক, ভাঙুক কিংবা মচকে যাক, আমরা তা চিকিৎসা করে নিজের শরীরের মতোই সারিয়ে নেব। কিন্তু ভুলেও তৃতীয় পক্ষের প্ররোচণায় বা ট্রাপে পরে তা কেটে ফেলার চিন্তাও মাথায় আনবো না কখনও।