চলতি মৌসুমে রকেবারেই ছন্দহীন রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, জুড বেলিংহ্যামদের মতো তারকা ফুটবলারদের নিয়েও স্প্যানিশ জায়ান্টরা ব্যর্থতার বৃত্তে আটকা। দলটিকে দুই হাত ভোরে সাফল্য এনে দেওয়া কোচ কার্লো আনচেলত্তির বরখাস্তের গুঞ্জনও চলছে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, রিয়াল মাদ্রিদে ইতালিয়ান কোচের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে ঘরের মাঠে এসি মিলানের কাছে ৩-১ ব্যবধানে পরাজয় এবং আগের ম্যাচে বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে ৪-০ গোলে হারের পর ক্লাবটি সংকটে আছে বলে ঘোষণা করা হয়েছে।
চ্যাম্পিয়নস লিগে গ্যালাক্টিকোদের টানা দ্বিতীয় পরাজয় সমর্থকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে, তারা হতাশা প্রকাশ করেছেন। অনেকে ম্যাচের ১০ মিনিট বাকি থাকতেই স্টেডিয়াম ছেড়ে চলে যান।
ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সমর্থকদের অসন্তোষকে গুরুত্ব দিয়ে আনচেলত্তির অবস্থান নিয়ে চিন্তাভাবনা করছেন। শুধু খেলার ফলাফল নয়, বরং সমর্থকদের অনুভূতির প্রতিও তিনি মনোযোগী। বিশেষ করে এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহ্যামের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব এবং আরদা গুলার ও এনড্রিকের মতো তরুণ প্রতিভাদের না খেলানোর বিষয়ে প্রশ্ন উঠছে।
সামনে ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচ এবং লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশেষত আগামী ২৭ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচটি আনচেলত্তির জন্য হতে পারে একটি সিদ্ধান্ত নির্ধারণী মুহূর্ত। ম্যাচটির ফলাফলের উপর বার্নাব্যুতে আনচেলত্তির থাকা না থাকার বিষয়টি নির্ভর করতে পারে।