
রুহুল আমিন, বাঘা প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় কারিগরি ও কৃষি কলেজে ১৫ ই মার্চ (১৪ ই রমজান) বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা আয়োজিত মসজিদ মিশন ও উলামা বিভাগের উদ্যোগে এক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা ৬ বাংলাদেশ জামায়াতে ইসলামী এম পি মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা। প্রধান অতিথি তার বক্তব্যে রমজানের শিক্ষা ও ফযিলত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। তিনি বাংলাদেশের তথা গোটা জাতির অশান্তি ও বিপর্যয়ের মুল কারণ হিসেবে অসৎ নেতৃত্ব কে দায়ী করেন। জাতিকে, দেশকে অশান্তি ও বিপর্যয়ের হাত হতে রক্ষা করে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্টায় আলেমদের ভূমিকা অনস্বীকার্য বলে তিনি উল্লেখ করেন। পরিশেষে তিনি আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কে বিজয়ী করতে সংঘবদ্ধভাবে কাজ করার জন্য নেতা কর্মীদের আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মো: ইউনুস আলী, মাওলানা আব্দুল লতিফ, পৌর আমীর মাওলানা ইমাজ উদ্দিন, সাবেক পৌর আমীর অধ্যাপক মো: সাইফুল ইসলাম।
উক্ত আলোচনা ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন মাওলানা সোহরাব হোসেন, সভাপতি মসজিদ মিশন বাঘা উপজেলা।
সঞ্চালনায় ছিলেন বাঘা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান।