একের পর এক অচিন্তনীয় পারফরম্যান্সে পার্থ টেস্টে ম্যাচে লাগাম একেবারে নিজেদের দিকে টেনে নিয়েছে ভারত। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড পাওয়ার পর যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলের ব্যাটিং দৃঢ়তায় টেস্টের রঙ সম্পূর্ণ বদলে দিয়েছে টিম ইন্ডিয়া।
সফরকারীদের প্রথম ইনিংসে ১৫০ রানের জবাবে অজিরা মাত্র ১০৪ রানে গুটিয়ে যায়। ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১৭২ রান। সেঞ্চুরির অপেক্ষায় থাকা জয়সওয়াল ১৭৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯০ এবং রাহুল ১৫৩ বলে ৪টি চারে ৬২ রানে অপরাজিত আছেন। সফরকারীরা সব উইকেট হাতে রেখে ২১৮ রানে এগিয়ে রয়েছে।
জয়সওয়াল-রাহুল ১৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে গড়েছেন একের পর এক কীর্তি। অস্ট্রেলিয়ার পার্থে ওপেনিং জুটিতে এটাই সর্বাধিক রানের নতুন রেকর্ড। সব মিলিয়ে ভেন্যুটিতে এটি তৃতীয় সর্বাধিক রানের জুটি। গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার ১২৬ রানের ওপেনিং জুটির রেকর্ড শনিবার (২৩ নভেম্বর) ভেঙে গেল।
এক পঞ্জিকা বর্ষে টেস্টে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়েছেন জয়সওয়াল। সাবেক কিউই ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম ২০১৪ সালে হাঁকিয়েছিলেন ৩৩টি ছক্কা। জয়সওয়াল ৩৪টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন। ম্যাককালাম ৩৩টি ছক্কা মেরেছিলেন মাত্র ৯ টেস্ট খেলে। জয়সওয়াল ৩৪ ছক্কা মেরেছেন ১২ টেস্টে।
অস্ট্রেলিয়ার মাটিতে একই ইনিংসে আজকের আগে দুই ওপেনার ফিফটি পাওয়ার নজির ছিল মাত্র তিনবার। মেলবোর্নে ১৯৮১ সালে সুনীল গাভাস্কার (৭০) ও চেতন চৌহান (৮৫), অ্যাডিলেডে ১৯৮৫ সালে সুনীল গাভাস্কার (১৬৬) ও কৃষ্ণমাচারি শ্রীকান্ত (৫১) এবং ১৯৮৬ সালে সিডনিতে গাভাস্কার (১৭২) ও শ্রীকান্ত (১১৬) এই কীর্তি গড়েন। পার্থে তাদের সঙ্গে এবার যোগ দিলেন জয়সওয়াল ও রাহুল।
বিদেশের মাটিতে রাহুল তিন ভিন্ন ব্যাটারের সঙ্গে ওপেনিং শতরানের জুটির কীর্তিতে নাম লিখিয়েছেন। ২০২১ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার সঙ্গে ১২৬, একই বছর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মায়াঙ্ক আগারওয়ালকে সঙ্গে নিয়ে ১১৭ রানের জুটি গড়েন। জয়সওয়ালের সঙ্গে ১৭২ রানের জুটি কতটা টেনে নিতে পারেন, সেটিই দেখার বিষয়।
গাভাস্কার-শ্রীকান্ত জুটি ১৯৮৬ সালে সিডনিতে ১৯১ রানের ওপেনিং জুটি গড়েছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে ওপেনিংয়ের সেই রেকর্ড ভাঙতে জয়সওয়াল-রাহুলকে আর মাত্র ২০ রান যোগ করতে হবে।
অতিথি দলের ওপেনার হিসেবে ওভারের হিসাবে দ্বিতীয় সর্বাধিক সময় অস্ট্রেলিয়া সফরে ক্রিজে থাকার নজির স্থাপন করেছেন জয়সওয়াল ও রাহুল। ভারতের দ্বিতীয় ইনিংসে তারা ৫৭ ওভার কাটিয়ে দিয়েছেন। তাদের চেয়ে ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি ৬৬.২ ওভার খেলেছিলেন দুই ইংলিশ ওপেনার অ্যান্ড্রু স্ট্রস ও অ্যালিস্টার কুক (ব্রিজবেন টেস্ট, ২০১০ সাল)। সেই রেকর্ডটাও টপকে যাওয়াটা হাতের টিম ইন্ডিয়ার দুই ব্যাটারের কাছে সহজ মনে হতেই পারে।
দীর্ঘ ২০ বছর পর ভারতীয় ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ার শতরানের জুটি গড়েন জয়সওয়াল-রাহুল। ২০০৪ সালে সিডনিতে ১২৩ রানের জুটি গড়েন বীরেন্দ্র শেবাগ ও আকাশ চোপড়া।
এর আগে ৭ উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা আরম্ভ করে অজিরা। মাত্র ৩৭ রান যোগ করেই তারা শেষ ৩ উইকেট হারায়। মিচেল স্টার্ক ১০২ বল খেলে দলের হয়ে সর্বাধিক ২৬ রান করেন।
বল হাতে ঝলসে ওঠা জাসপ্রিত বুমরাহ মাত্র ৩০ রান খরচায় নেন ৫ উইকেট। হার্ষিত রানা ৩টি ও মোহাম্মদ সিরাজ ২ উইকেট তুলে নেন।